Pages

Thursday, August 8, 2013

দোয়া ও মুনাজাত এবং ঈদের নামাজে ছয় তাকবীরের প্রমাণ

দোয়া ও মুনাজাত এবং ঈদের নামাজে ছয় তাকবীরের প্রমাণ 

কিছুদিন আগে "ঈদের সালাতে ১২ তাকবীররের পক্ষে ১৫২ হাদীস ৬ তাকবীরের হাদীস কথায়?" শিরনামে একটি বই প্রকাশিত হয়। যার ভাষা ও বক্তব্য ছিল উস্কানিমূলক। ফলে সাধারণের মধ্যে সৃষ্টি হয় বিভ্রান্তি। আলেমগণের কাছে  এ ব্যাপারে একের পর এক প্রশ্ন আসতে থাকে, সত্যই কি ৬ তাকবীরের কোন হাদিস নেই? তাহলে আমরা মানছি কেন?
ফলে ফীকহের সূক্ষ্ম ব্যাপার সমূহ আমভাবে আলচনার বিষয় না হলেও আলেমগন এ বিষয়ে কলম ধরতে বাধ্য হন। বিভিন্ন লিফলেট, বই, টিভি ও অন্যান্য প্রচার মাধ্যমে এ বিষয়ে আসা চ্যালেঞ্জের জবাব দিতে থাকেন সাধ্যমত (ফিতনা এড়িয়ে) । তারই ধারাবাহিকতায় "ঈদের সালাতে ১২ তাকবীররের পক্ষে ১৫২ হাদীস ৬ তাকবীরের হাদীস কথায়?" এ বইয়ের জবাবে পটিয়া মাদ্রাসার সিনিয়র মুফতি হাফেজ আহমদুল্লাহ সাহেব লিখেন "দোয়া ও মুনাজাত এবং ঈদের নামাজে ছয় তাকবীরের প্রমাণ "। এ বইয়ে তিনি অত্যন্ত যুক্তিপূর্ণ ভাবে সকল অপব্যাক্ষার জবাব দিয়াছেন। আল্লাহ্‌ সুবহানাল্লাহতায়ালা আমাদের দীনের সহীহ বুঝ দান করুন। আমীন।
[ "দোয়া ও মুনাজাত এবং ঈদের নামাজে ছয় তাকবীরের প্রমাণ"  বইটি সকলের কাছে পৌঁছে দিতে স্কেন করে দিলাম ]
Download now

 এই লিংক থেকে ডাউনলোড করতে না পারলে নীচের লিংক থেকে দেখুন: 


                                         ঈদের নামাজের তাকবীর

ঈদের নামাজের তাকবীর কত ?



No comments:

Post a Comment