আহলে হাদীসের আমীর ড. গালিবের সালাত পর্যালোচনা Galib's salat!!?

Tanzil Islam

-------------------------------------
১. একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় সওয়ার হন অতঃপর তিনি তা হতে পড়ে যান, এতে তার ডান পাশে প্রচণ্ড আঘাত লাগে। ফলে তিনি সালাত বসে আদায় করছিলেন। (সহীহ বুখারী হাঃ ৬৮৯, ৭৩২, ৭৩৩, ৮০৫; আবু দাউদ হাঃ ৬০১; নাসায়ী হাঃ ৮৩২; মুয়াত্তা মালিক হাঃ ৩০৬; দারেমী হাঃ ১২৫৬; ফাতহুল বারী ২/১৭৮) কিন্তু তারপরও তিনি চেয়ারে বসে সালাত আদায় করেনি। যদিও সে সময় চেয়ার মজুত ছিল এবং সালাতের বাহিরে তিনি চেয়ারে বসতেনও। (দেখুনঃ সহীহ মুসলিম হাঃ ৮৭৬, নাসায়ী হাঃ ৯২, ৫৩৭৭; মুসনাদে আহমদ হাঃ ২০২২৯)
এতে থেকে প্রমাণিত হয়, চেয়ারে বসে (সিজদা বিহীন) সালাত আদায় করা সম্পূর্ণ নতুন পদ্ধতি ও বিদয়াত। তাই ইফা'র মুফতিগণ তো চেয়ারে বসে সালাত আদায় নাজায়েজ বলে ফতোয়া দিয়েছেন। আর যে লোক হাটা চলা করে এমনকি সফর করে বেড়ায়, তার চেয়ারে বসে সালাতে ইমামতি করা কিভােব সহীহ হতে পারে?
.
২. গালিব স্যার ১ম রাকাতে সূরা বাকারা ১৬৪ থেকে ১৭২ নং আয়াত পড়েছেন। এর মধ্যে ১৬৪ এর মাঝখানে ছেড়েছেন, ১৭০ ও ১৭২ নং ভুল পড়েছেন আর মাঝখান থেকে ১৬৮, ১৬৯ ও ১৭১ নং সম্পূর্ণ ছেড়ে তিলাওয়াত করেছেন। শেষে ১৭২ নং এর প্রথমাংশের সাথে ১৬৮ নং সাথে জুড়ে দিয়েছেন। দেখুনঃ
2:164
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ-
2:165
وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ ۖ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ ۗ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ-
2:166
إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ-
2:167
وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا مِنَّا ۗ كَذَٰلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ ۖ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ-
2:168
يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ-
2:169
إِنَّمَا يَأْمُرُكُمْ بِالسُّوءِ وَالْفَحْشَاءِ وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ-
2:170
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ-
2:171
وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً ۚ صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ-
2:172
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ-
.
৩. ২য় রাকাতে কিরাতের কথা বাদ-ই দিলাম। আর তাজবিদের কায়দায় তিলাওয়াত কতটুকু সহীহ হয়েছে, তা বলে লজ্জা দিতে চাই না। শুধু এতটুকু বলে রাখি, তিনি سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ এর حَمِدَهُ কে টেনে حميده করে পড়েছেন। (লিংক কমেন্টে)
.
যে দল 'সহীহ'র ডিলারি নিয়েছে, সেই দলের আমীরের সালাতে যদি এত গলদ হয়, তাহলে শিষ্য ও ভক্তদের সালাতের কি দশা তা সহজেই অনুমেয়। আমার বুঝে আসে না, এত কমজোরি ইলম নিয়ে কিভাবে গালিব সাহেব অন্যের ভুল ধরার পায়তারা করেন?

(একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)


No comments:

Post a Comment